সর্বশেষ :
সিরিয়ায় মার্কিন হামলায় অন্তত ৫ আইএস সদস্য নিহত গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, পাঁচটি বগি লাইনচ্যুত জানুয়ারিতে রোহিঙ্গা গণহত্যার শুনানি করবে জাতিসংঘের শীর্ষ আদালত ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড তাইওয়ানের রাজধানীতে স্মোক বোমা ও ছুরি হামলার ঘটনায় নিহত ৪ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১৪

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

বিদেশ : ইউক্রেনের পূর্ব ডোনেটস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়ার কেন্দ্রস্থলে গত শুক্রবার গভীর রাতে রাশিয়ার পৃথক দুটি হামলায় ১১ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও ৩০ জন। এ ছাড়া বোগোদুখিভ শহরে ড্রোন হামলায় তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে। যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার আলোচনার আগে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। পূর্ব খারকিভ অঞ্চলের সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, গতকাল শনিবার ভোরে বোগোদুখিভ শহরে ড্রোন হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া বোগোদুখিভ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন নিক্ষেপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরপরই রাতারাতি বিমান হামলা চালানো হয়। তবে ট্রাম্প বলেছেন, তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় কিয়েভের চেয়ে মস্কোর সাথে কাজ করা সহজ হতে পারে। এ হামলার পর জেলেনস্কি সোশ্যাল মিডিয়া চ্যানেল টেলিগ্রামে লিখেছেন, এই ধরনের হামলা প্রমাণ করে যে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত। তারা যুদ্ধ বিরতি চায় না। অতএব, জীবন রক্ষায় আমাদের বিমান প্রতিরক্ষাবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করতে হবে।


এই বিভাগের আরো খবর