সর্বশেষ :
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি জুমার-ঊর্মির দারুণ পথচলা থামল ফাইনালের হারে হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ভারতের বিশ্বকাপ দলে নেই গিল পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জানুয়ারির মধ্যে মিয়ানমারে নির্বাচন হতে পারে: জান্তা প্রধান

প্রতিনিধি: / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

বিদেশ : মিয়ানমারে চলতি বছরের ডিসেম্বরে বা আগামী জানুয়ারিতে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর এটিই হবে মিয়ানমারে প্রথম নির্বাচন। শনিবার রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জেনারেল মিন অং হ্লাইংকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে। জান্তা প্রধান বলেছেন, আমরা ২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি। এর আগে গত শুক্রবার বেলারুশে রাষ্ট্রীয় সফরকালে তিনি বলেন, ভোট অবাধ ও সুষ্ঠু হবে। ৫৩টি রাজনৈতিক দল অংশগ্রহণের জন্য তাদের তালিকা জমা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা বেলারুশের পর্যবেক্ষক দলগুলোকেও নির্বাচন পর্যবেক্ষণ করতে আমন্ত্রণ জানাচ্ছি। মিয়ানমারে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ৮ নভেম্বর। সেবার জয়ী হয়ে সরকার গঠন করেছিল দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এরপর ২০২১ সালের ১ নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। অভ্যুত্থানের পর গঠিত সামরিক সরকারের প্রধানও হন তিনি। সূত্র: এএফপি


এই বিভাগের আরো খবর