সর্বশেষ :
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি জুমার-ঊর্মির দারুণ পথচলা থামল ফাইনালের হারে হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ভারতের বিশ্বকাপ দলে নেই গিল পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্যারিস : রেললাইনের মাঝে ২য় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা

প্রতিনিধি: / ৯৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বিদেশ : প্যারিসের উত্তরে ট্রেনলাইনের মাঝখানে পাওয়া গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। ফলে রেল চলাচল ব্যাহত হয়ে পড়ে। শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা প্যারিসের ব্যস্ততম গ্যারে ডু নর্ড ট্রেন স্টেশনে পাওয়া গেছে। ফ্রান্সের জাতীয় রেল কম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট ডেনিস এলাকায় রেললাইনের মাঝখানে বোমাটি পাওয়া গেছে। বিস্ফোরকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এর ফলে প্যারিসের ব্যস্ততম গ্যারে ডু নর্ড ট্রেন স্টেশনে সকালের যান চলাচল ব্যাহত হয়েছে। এ ঘটনায় মেট্রো এবং জাতীয় ও আন্তর্জাতিক ট্রেন উভয়ই প্রভাবিত হয়েছে। স্থানীয় পুলিশ বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার জন্য স্টেশনে সকল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল। ইউরোস্টারের ওয়েবসাইটে দেখা গেছে, গতকাল শুক্রকাল সকালে গ্যারে ডু নর্ড থেকে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত কমপক্ষে তিনটি ট্রেন বাতিল করা হয়েছে। গ্যারে ডু নর্ড স্টেশনটি প্যারিসের উত্তরে অবস্থিত এবং এটি দেশের ব্যস্ততম ট্রেন টার্মিনাল। সেখানে ইউরোস্টার ট্রেনের পাশাপাশি উচ্চগতির এবং স্থানীয় ট্রেনও চলাচল করে। রেলওয়ে কম্পানির মতে, প্রতিদিন আনুমানিক সাত লাখ মানুষ স্টেশন দিয়ে যাতায়াত করে। সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স


এই বিভাগের আরো খবর