সর্বশেষ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিলমুনি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতার মত্যু বার্ষিকীত স্মরণ সভা

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
oplus_2

কপিলমুনি (খুলনা) অফিসঃ কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা উচ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা মরহুম শেখ আমজাদুর রহমানের
৪৩ তম মৃত্যু বার্ষিকীতে র‌্যালী, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ৯ টায়
বিদ্যালয় থেকে র‌্যালী বের হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সকাল ১০ টায় বিদ্যালয়ের
বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পার
সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমাজ সেবক আবুল কাশেম হাজরা,
সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশীদ, কপিলমুনি ইউনিয়ন জামায়েত ইসলামীর আমীর মোঃ
রবিউল ইসলাম, ম্যানিজিং কমিটির সাবেক সদস্য শেখ আবু তালেব, সাংবাদিক পলাশ কর্মকার,
সিনিয়র শিক্ষক আবুল হুসাইন, মাওঃ আবু মুছা, মনজিলা খাতুন,মোঃ মোশারাফ হোসেন ,
শিক্ষার্থী মেহেরিন হাসান, আনিকা কর্মকার প্রাপ্তি, সাদিয়া সুলতানা সামিয়া, নুসরাত
জাহান, অন্বেষা সাধু অর্পা, নুসরাত জান্নাত , সিনথিয়া জারিন ইরা, হুসনাতুন বর্ষা, ঐশি
আক্তার লাইসা, প্রমূখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন ফারিহা সুলতানা, সঞ্চালনা করেন
শিক্ষক মাওঃ জালাল উদ্দীন।


এই বিভাগের আরো খবর