সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কলকাতার রাজপথে ফিরছে ঐতিহ্যবাহী হলুদ ট্যাঙ্, নতুন নাম ‘হেরিটেজ ক্যাব

প্রতিনিধি: / ৯৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাঙ্ নতুন রূপে। রাজ্য সরকারের উদ্যোগে এবং একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় ‘হেরিটেজ ক্যাব’ নামে নতুন আঙ্গিকে শহরের রাস্তায় ছুটবে এই আইকনিক ট্যাঙ্গিুলো। গত শুক্রবার রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে ২০টি নতুন হলুদ ট্যাঙ্রি উদ্বোধন করা হয়েছে। আগামী দু’মাসের মধ্যে আরও ৩ হাজার ট্যাঙ্ িকলকাতার রাস্তায় নামবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গেছে।
হলুদ ট্যাঙ্ িকলকাতার ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ২০০৯ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৫ বছরের পুরোনো প্রায় আড়াই হাজার ট্যাঙ্ িরাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে শহরের ঐতিহ্য রক্ষা এবং ট্যাঙ্চিালকদের আর্থিক সংকট নিয়ে নানা বিতর্ক ও প্রতিবাদ চলছিল। এই পরিস্থিতিতে রাজ্য সরকার হলুদ ট্যাঙ্েিক নতুন রূপে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। নতুন ট্যাঙ্গিুলোতে হলুদ রঙের নস্টালজিয়া ধরে রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে।
হেরিটেজ ক্যাব নামে পরিচিত এই ট্যাঙ্গিুলোতে যাত্রীস্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রতিটি গাড়িতে সিট বেল্ট, এয়ারব্যাগ এবং সিএনজি ও পেট্রল চালিত ইঞ্জিন থাকবে। ট্যাঙ্রি গায়ে কলকাতার আইকনিক স্থাপনাগুলোর ছবি আঁকা হবে, যেমন হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং শহিদ মিনার। এতে করে যাত্রীরা শুধু গন্তব্যেই পৌঁছাবেন না, কলকাতার ঐতিহ্যের সঙ্গেও পরিচিত হবেন।
নতুন হলুদ ট্যাঙ্গিুলো রাজ্য সরকার পরিচালিত ‘যাত্রী সাথী’ অ্যাপের মাধ্যমে বুক করা যাবে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই ট্যাঙ্ িবুক করতে পারবেন এবং তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এই ট্যাঙ্গিুলো কলকাতার রাস্তায় ফিরিয়ে আনার পেছনে মূল উদ্দেশ্য হলো শহরের ঐতিহ্য রক্ষা করা এবং ট্যাঙ্চিালকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
নতুন হলুদ ট্যাঙ্গিুলো চালাবেন পুরোনো ট্যাঙ্চিালকরাই। এর মাধ্যমে তাদের আর্থিক সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে ৩ হাজার ট্যাঙ্ িকলকাতার রাস্তায় নামবে, যা শহরের যাত্রীসেবাকে আরও উন্নত করবে।
কলকাতাবাসীর জন্য হলুদ ট্যাঙ্ িশুধু একটি যানবাহন নয়, এটি শহরের স্মৃতি ও আবেগের অংশ। নতুন রূপে হলুদ ট্যাঙ্ িফিরে আসায় শহরবাসীর মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ কলকাতার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে কিছু মানুষের মধ্যে আক্ষরও রয়েছে, কারণ নতুন ট্যাঙ্গিুলো অ্যাম্বাসেডর মডেলের নয়, যা কলকাতার হলুদ ট্যাঙ্রি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল।


এই বিভাগের আরো খবর