রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক নিয়োগে কোনো বাধা নেই

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে ৬৫৩১ শিক্ষক নিয়োগে কোনো বাধা থাকলো না।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সোমবার এ আদেশ দেন।

শিক্ষা অধিদপ্তরের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ দিতে ৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফলাফল বাতিলসংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য আজকের দিন ঠিক করা হয়।


এই বিভাগের আরো খবর