সর্বশেষ :
আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি জুমার-ঊর্মির দারুণ পথচলা থামল ফাইনালের হারে হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ভারতের বিশ্বকাপ দলে নেই গিল পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নদীতে ফেরির সঙ্গে জাহাজের সংঘর্ষে চীনে নিহত ১১, নিখোঁজ ৫

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ মার্চ, ২০২৫

বিদেশ : চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের একটি নদীতে ছোট একটি ফেরির সঙ্গে জাহাজের সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার সকালে প্রদেশটির ইউয়ানশুই নদীতে ঘটনাটি ঘটলেও মৃত্যুর সংখ্যা নিশ্চিত হতে কয়েকদিন লেগে যায়। ঘটনার তিন দিন পর ডুবে যাওয়া ফেরিটির ধ্বংসাবশেষ উদ্ধার হলে এ নিয়ে গণমাধ্যমে বিস্তারিত খবর হয় বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। হুনানের ইউয়ানলিং কাউন্টির চিংলাং শহরের পাশে নদীতে স্থানীয় সময় সকাল প্রায় ১০টার দিকে ঘটনাটি ঘটে। নদীতে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করতে থাকা একটি জাহাজ ফেরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ফেরিটি ডুবে যায় ও আরোহী ১৯ জন পানিতে পড়ে যায়। এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। নদীটিতে প্রবল স্রোত থাকায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে। উদ্ধার পাওয়া এক ব্যক্তি জানান, পা দিয়ে ফেরির একটি জানালা ভেঙে বের হয়ে রক্ষা পান তিনি। তার এক স্বজন জানান, নদীর অপর পাশের গ্রামগুলো থেকে শহরে যাওয়ার প্রধান অবলম্বন ছিল এই ফেরি। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, যে জায়গার দুর্ঘটনাটি ঘটেছে সেখানে নদীটি প্রায় ১৬০০ ফুট প্রশস্ত ও ২০০ ফুটেরও বেশি গভীর। গত শুক্রবার কয়েকশ উদ্ধারকারী নদীর তলদেশ থেকে ফেরিটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হন। তল্লাশি ও উদ্ধারকাজ অব্যাহত আছে। তবে উত্তাল স্রোতের কারণে অভিযান অনেক চ্যালেঞ্জিং হয়ে আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কী কারণে এ ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখতে একটি বিশেষ দল পাঠিয়েছে চীনের জরুরি মন্ত্রণালয়। এ দুর্ঘটনায় জড়িত তেল বজ্র্য পরিষ্কারের কাজে নিয়োজিত জাহাজটি ঘটনার পর জেটিতে ফিরে নোঙর করে আছে। এই জাহাজটিতে যে তিন আরোহী ছিলেন তারা অক্ষত আছেন। পুলিশ তাদের আটক করে তদন্তের অধীনে এনেছে বলে খবর গণমাধ্যমের।


এই বিভাগের আরো খবর