সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তুষারপাতে ভারতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ আরও কয়েকজন

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ মার্চ, ২০২৫

বিদেশ : ভারতের হিমালয় অঞ্চল উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। গত শুক্রবার তিব্বত সীমান্তবর্তী মানা গ্রামে সড়ক নির্মাণ শ্রমিকরা তুষারপাতে আটকা পড়েন। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং এখনো কমপক্ষে পাঁচজন নিখোঁজ রয়েছেন। হেলিকপ্টারের মাধ্যমে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আহতদের মধ্যে ১৯ জনকে স্থানীয় একটি আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের মাথা, পিঠ, হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল তুষারপাত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে উদ্ধারকাজে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা কয়েক ফুট উঁচু বরফের স্তূপের মধ্য দিয়ে আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন। মানা গ্রামের সাবেক গ্রাম কাউন্সিল সদস্য গৌরব কুনওয়ার জানান, সীমান্তবর্তী এই এলাকায় সাধারণত কেউ স্থায়ীভাবে বসবাস করে না। সেখানে সীমান্ত সড়কে কাজ করা শ্রমিকরা শীতকালে অবস্থান করেন এবং কিছু সেনাসদস্যও মোতায়েন থাকেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি ক্যাম্পে তুষারপাতের পর উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এদিকে ভারতের আবহাওয়া বিভাগ আগেই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মিরের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কতা জারি করেছিল। কমলা সতর্কতা থাকার পরও দুর্ঘটনাটি ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর