সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ মার্চ, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের যুদ্ধাস্ত্র, বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২.০৪ বিলিয়ন ডলারের বোমা বডি এবং ওয়ারহেড, ৬৭৫.৭ মিলিয়ন ডলারের অন্যান্য বোমা বডি এবং গাইডেন্স কিট এবং ২৯৫ মিলিয়ন ডলারের বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন। ডিএসসিএ জানিয়েছে, রুবিও একটি জরুরি অবস্থা বিদ্যমান থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসরায়েল সরকারের কাছে উপরোক্ত প্রতিরক্ষা সামগ্রী এবং প্রতিরক্ষা পরিষেবা অবিলম্বে বিক্রি করার প্রয়োজনীয়তা নির্ধারণ এবং বিস্তারিত যুক্তি প্রদান করেছেন। এতে বলা হয়েছে, এর ফলে কংগ্রেস কর্তৃক অনুমোদিত এই ধরনের বিক্রয়ের স্বাভাবিক প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাওয়া যায়। ডিএসসিএ আরও জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং মার্কিন জাতীয় স্বার্থের জন্য ইসরায়েলকে একটি শক্তিশালী এবং প্রস্তুত আত্মরক্ষার ক্ষমতা বিকাশ এবং বজায় রাখতে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণের জবাবে ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে এক বিশাল ধ্বংসাত্মক আক্রমণ শুরু করে। বেসামরিক নাগরিকদের মৃত্যুর উদ্বেগের পরিপ্রেক্ষিতে, তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত বছর ইসরায়েলে ২ হাজার পাউন্ড ওজনের বোমার চালান আটকে দেয়। কিন্তু তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন এবং গত শুক্রবার ঘোষিত বিক্রিতে সেই আকারের অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।


এই বিভাগের আরো খবর