সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিস ‘শ্বাসকষ্টে’ ভুগছেন

প্রতিনিধি: / ৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ মার্চ, ২০২৫

বিদেশ : ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত দুই সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গত শুক্রবার শ্বাসকষ্টের জটিলতা বেড়ে যাওয়ায় তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, দুই বা ততোধিক অণুজীবের কারণে সৃষ্ট জটিল শ্বাসযন্ত্রের সংক্রমণে দুই সপ্তাহ ধরে হাসপাতালে রয়েছেন পোপ। তবে সমপ্রতি শ্বাসকষ্টে ভুগছেন তিনি। ব্রঙ্কোস্পাজম কাশির পর তার বমি শুরু হয়। হঠাৎ করেই তার শ্বাসকষ্টের অবনতি ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, শ্বাসকষ্টের সঙ্গে বমি হওয়া এবং বমি থেকে অবস্থা আরও খারাপ হয়ে যায় পোপের। এজন্য ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের ফুসফুসকে অ্যাসপিরেট করতে হয়েছে। একটি ফেস মাস্কের মাধ্যমে তাকে অঙ্েিজন দেওয়া হয়। ভ্যাটিকান সূত্র জানিয়েছে, পোপের অবস্থার কোনও অবনতি হয়েছে কিনা বা তার অবস্থার আগের অবস্থায় ফিরে এসেছে কিনা তা নির্ধারণ করতে চিকিৎসকদের ২৪-৪৮ ঘণ্টার সময় প্রয়োজন। আপাতত তারা কোনো কিছুই বলতে পারছেন না। ভ্যাটিকানের একজন মুখপাত্র উল্লেখ করেছেন, এই মুহূর্তে তাকে বিপদের বাইরে বিবেচনা করা যাচ্ছে না।

 


এই বিভাগের আরো খবর