সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিচারক গণবরখাস্তের বিষয়ে ট্রাম্পের আদেশ আটকে দিলেন

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ইলন মাস্কের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার অংশ হিসেবে গণ-বরখাস্তের আদেশ গত বৃহস্পতিবার প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। মার্কিন ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম আলসুপের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিশ্বের ইতিহাসে কোনও আইন অনুসারে, অন্য কোনও সংস্থার কর্মী নিয়োগ বা বরখাস্ত করার কোনো কর্তৃত্ব অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের নেই। কংগ্রেস সংস্থাগুলোকে নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা দিয়েছে। তিনি সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে উদাহরণস্বরূপ বলেন, প্রতিরক্ষা বিভাগের নিয়োগ ও বরখাস্ত করার কোন আইনগত ক্ষমতা রয়েছে। পশ্চিম উপকূলের আরেক ডিস্ট্রিক্ট জাজ শরণার্থী প্রবেশের ওপর তার নিষেধাজ্ঞা স্থগিত করার কয়েকদিন পর ও জন্মগত নাগরিকত্বের সাংবিধানিক গ্যারান্টি বাতিল করে তার নির্বাহী আদেশ স্থগিত করার কয়েক সপ্তাহ পরেই এটি ঘটলো। বৃহস্পতিবারের আদেশটি এমন সময় দেওয়া হলো যখন ইউনিয়ন ও অ্যাডভোকেসি গ্রুপগুলো ফেডারেল সংস্থাগুলোকে সমস্ত প্রবেশনারি কর্মীদের বরখাস্ত করার অবৈধ আদেশের বিরুদ্ধে মামলা করে। দেশটিতে চাকরির প্রথম বা দ্বিতীয় বছরে কর্মরত একজন ফেডারেল কর্মীকে প্রবেশনারি হিসেবে বিবেচনা করা হয়। যদিও তাদের নিম্ন পদ থেকে পদোন্নতি দেওয়া হয়ে থাকে। আইনজীবীরা বলেন, ইউনাইটেড স্টেটস অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম)-এর সাংবিধানিক, সংবিধিবদ্ধ বা নিয়ন্ত্রক ক্ষমতা নেই, যে তারা অন্যান্য ফেডারেল সংস্থাগুলোকে এমন কর্মীদের বরখাস্ত করার নির্দেশ দিতে পারে।


এই বিভাগের আরো খবর