সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এআইতে বিনিয়োগে মরিয়া আলিবাবা, বাড়লো শেয়ারের দাম

প্রতিনিধি: / ৬৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন বিশ্বব্যাপী শিল্পখাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। এই প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপ আগামী তিন বছরে এআই-তে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এআই অবকাঠামো, ক্লাউড কম্পিউটিং, এআই ফাউন্ডেশন মডেল এবং নেটিভ অ্যাপ্লিকেশন তৈরির পাশাপাশি তাদের বিদ্যমান ব্যবসাগুলোকেও এআই-নির্ভর করে রূপান্তরিত করবে। সমপ্রতি আলিবাবার সিইও উ ইয়ংমিং এক আর্থিক প্রতিবেদন উপস্থাপনকালে বিনিয়োগকারীদের জানান, ‘আমরা এআই যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে স্পষ্ট দেখতে পাচ্ছি, এআই অবকাঠামোর জন্য ব্যাপক চাহিদা রয়েছে। তাই আগামী তিন বছরে ক্লাউড ও এআই অবকাঠামোতে যে পরিমাণ বিনিয়োগ করব, তা গত এক দশকের বিনিয়োগকেও ছাড়িয়ে যাবে।’ ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আলিবাবার রাজস্ব বেড়ে ২৮০.১৫ বিলিয়ন ইউয়ান হয়েছে, যা আগের বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। এই সময়ে কোম্পানির নিট মুনাফা ৩৩৩ শতাংশ বেড়ে ৪৬.৪৩ বিলিয়ন ইউয়ান হয়েছে। আলিবাবার ক্লাউড ব্যবসা ১৩ শতাংশ বেড়েছে, যেখানে এআই-সম্পর্কিত পণ্যগুলোর রাজস্ব টানা ছয় প্রান্তিকে তিন অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। উ ইয়ংমিং বলেন, আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্স গ্রুপের এআই-চালিত প্রবৃদ্ধি অব্যাহত থাকবে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। আলিবাবা ভবিষ্যতে তিনটি মূল ব্যবসায়িক ক্ষেত্রের ওপর গুরুত্ব দেবে। এগুলো হলো দেশীয় ও আন্তর্জাতিক ই-কমার্স, এআই ও ক্লাউড কম্পিউটিং ও ইন্টারনেট প্ল্যাটফর্ম। আলিবাবা শিগগিরই কিউওয়েন ২.৫ ম্যাঙ্ নামের একটি উন্নত এআই মডেল উন্মোচন করবে, যা গণিত ও কোডিং দক্ষতায় জিপিটি-৪ও এবং ডিপসিক ভি-৩-এর চেয়েও কার্যকর হবে বলে দাবি করা হচ্ছে। চীনা স্টার্টআপ ডিপসিক-এর নতুন এআই মডেল উন্মোচনের পর আলিবাবার শেয়ারমূল্যও গত এক মাসে প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এ ছাড়া, আলিবাবা সমপ্রতি অ্যাপলের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে চীনে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন এআই ফিচার আনা হবে। চীনা বিশ্লেষক মো তাইচিং বলেন, ‘আলিবাবার তাওবাও ও টিমল এখনও দেশীয় প্রতিযোগীদের তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে।’ তিনি মনে করেন, কোম্পানিকে ব্যবহারকারীদের জন্য অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা আরও উন্নত করতে হবে, পাশাপাশি পরিচালন ব্যয়ও নিয়ন্ত্রণ করতে হবে।


এই বিভাগের আরো খবর