সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খোয়া গেছে দ্বিতীয় থুটমোসের মমি

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: বৃটিশ-মিশরীয় প্রত্নতাত্ত্বিকদের একটি দল রাজা দ্বিতীয় থুটমোসের সমাধি আবিষ্কার করেছেন। শতাধিক বছর আগে ১৯২২-এ আবিষ্কৃত হয় মিশরের রাজা তুতেনখামেনের সমাধি। বৃটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার তা আবিষ্কার করেছিলেন। তার পর এই প্রথমবার আরো এক ফারাওয়ের সমাধি সামনে এলো। বৃটিশ-মিশরীয় প্রত্নতাত্ত্বিকদের একটি দল রাজা দ্বিতীয় থুটমোসের সমাধি আবিষ্কার করেছেন। দ্বিতীয় থুটমোসই অষ্টাদশ মিশরীয় সাম্রাজ্যের শেষ রাজা যার সমাধি এতদিন অনাবিষ্কৃত ছিল। লাঙ্ারের কাছে থিবান নেক্রোপলিসের পশ্চিম উপত্যকায় এই সমাধি আবিষ্কার করেন গবেষকরা। এর আগে অনুমান করা হয়েছিল যে অষ্টাদশ মিশরীয় সাম্রাজ্যের ফারাওদের সমাধিকক্ষগুলি ভ্যালি অফ কিংসের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত হতে পারে।

অথচ প্রত্নতাত্ত্বিকরা রানিদের সমাধিস্থলের পার্শ্ববর্তী অঞ্চলেই খনন কাজ চালিয়ে একটি সুসজ্জিত সমাধি কক্ষের সন্ধান পান। সুসজ্জিত ঘর দেখেই তারা নিশ্চিত হন যে সেই কক্ষ ফারাওয়ের সমাধিস্থল। তুতানখামেনের পূর্বপুরুষ রাজা দ্বিতীয় থুটমোস তুতেনখামেনের পূর্বপুরুষ। প্রায় সাড়ে তিন হাজার বছর আগে তিনি রাজত্ব করেছেন। ফ্যারাও হাটসেপসুট হাতেগোনা কয়েকজন মিশরীয় রানির মধ্যে একজন যিনি নিজেই নিজের সাম্রাজ্য পরিচালনা করেছেন। হাটসেপসুট রাজা দ্বিতীয় থুটমোসের সৎ বোন এবং স্ত্রী ছিলেন। তার সমাধির প্রবেশপথ ২০২২-এ আবিষ্কৃত হয়। তখন মনে করা হয়েছিল, সেটি তার কোনো এক রানির সমাধিগৃহ।

বন্যায় ক্ষতিগ্রস্ত সমাধি তুতেনখামেনের সমাধিকক্ষে তাক লাগানো সাজসজ্জা ছিল। সেই তুলনায় রাজা দ্বিতীয় থুটমোসের সমাধিকক্ষ খানিক ম্যাড়ম্যাড়ে বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এমনকি, মমিটিও খুঁজে পাওয়া যায়নি। প্রত্নতাত্ত্বিক দলের সহ-নেতৃত্ব মোহাম্মদ আবদেল বাদি জানিয়েছেন দ্বিতীয় থুটমোসের মৃত্যুর পরপরই বন্যা হওয়ার কারণে সমাধিকক্ষটি ক্ষতিগ্রস্ত হয়। এর সংরক্ষণ সেভাবে হয়নি। মিশরের পুরাতাত্ত্বিক মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার ফলে সমাধির ক্ষতি হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের দল তা সংরক্ষণের চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বন্যার কারণে সমাধিকক্ষের সামগ্রী অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছিল। তা সত্ত্বেও এখান থেকে এমন অনেক জিনিস পাওয়া গিয়েছে যা অমূল্য। তার মধ্যে রয়েছে রাজা দ্বিতীয় থুটমোসের অন্ত্যেষ্টি ক্রিয়ার সরঞ্জাম, আসবাবপত্র ইত্যাদি।


এই বিভাগের আরো খবর