সর্বশেষ :
আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির দুই আগষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে পাইকগাছায় নানা কর্মসূচি আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবীতে নাগরিক ফোরামের মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত  বন্যায় ভিয়েতনামের দিয়েন বিয়েনে মৃত্যু-নিখোঁজ ১৪ যুক্তরাজ্যে চ্যানেল পেরিয়ে রেকর্ড ২৫ হাজার অভিবাসী আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন নির্দেশ জারি রাশিয়ার হামলায় কিয়েভে দুই বছরের শিশুসহ নিহত ২৮ চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ ভূমিকম্পে চিলির খনি ধসে ১ জনের প্রাণহানি কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধিতে হতাশ কার্নি
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মানসিক সুস্বাস্থ্যের জন্য ভিটামিনের ব্যবহার

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিভিন্ন রকমের ভিটামিন ও খনিজ উপাদান মস্তিষ্ককের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি মন ভালো রাখতে সহায়তা করে। মানসিক স্বাস্থ্য ভালো রাখার সহায়ক কয়েকটি ভিটামিনের নাম হল-

ভিটামিন বি: মস্তিষ্কের বিকাশে এই ভিটামিন একাই গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি’য়ের নানান রূপ যেমন- বি১, বি২, বি৩, বি৬ ইত্যাদি মানসিক সমস্যা যেমন- হতাশা, চাপ ইত্যাদির কমাতে সাহায্য করে। অনেক খাবার ও সবজিতে ভিটামিন বি পাওয়া যায়। তাছাড়া সম্পূরক হিসেবেও ভিটামিন বি গ্রহণ করা যেতে পারে।

সেলেনিয়াম: ‘ফ্রি রেডিকেল’ ও সংক্রমণ থেকে শরীরকে রক্ষা পেতে সেলেনিয়াম নামক গুরুত্বপূর্ণ ‘মাইক্রোনিউট্রিয়েন্ট’ সহায়তা করে। মস্তিষ্কের জন্য এটা বহুমুখি ভূমিকা পালন করে। মস্তিষ্কে অঙ্েিজন সরবারহ, প্রদাহ হ্রাস এবং কোষের ক্ষয় থেকে রক্ষা করে বলে জানা যায় বিভিন্ন গবেষণা থেকে। সেলেনিয়ামের মাত্রা হতাশা ও অবসাদের ঝুঁকি কমায়। এছাড়াও অনেক ক্ষেত্রে উদ্বেগ কমাতে এটা সাহায্য করে।

ভিটামিন ডি: হাড় ও মস্তিষ্কের জন্য ভিটামিন ডি উপকারী। চিকিৎসক ও গবেষকদের মতে, পুষ্টিতে হরমোনের মতো বায়োকেমিক্যাল থাকে যা মস্তিষ্কের ‘রিসেপ্টর’গুলোর সঙ্গে যোগাযোগ করে এবং মস্তিষ্কের মধ্য দিয়ে চলে এমন গুরুত্বপূর্ণ কাজগুলো বজায় রাখতে সহায়তা করে। এটা কিছু এনজাইমকে সক্রিয় ও নিষ্ক্রিয় করে যা স্নায়ুর বৃদ্ধি ও প্রদাহ কমাতে সাহায্য করে। ভিটামিন ডি’য়ের সার্বিক বৃদ্ধি মস্তিষ্ককে সুস্থ রাখে এবং মানসিক অসুস্থতার হার কমায়।

হলুদ: হলুদের রয়েছে নানান উপকারিতা। এটা শরীর সার্বিকভাবে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হলুদে রয়েছে এডিএইচডি যা হতাশা ও মানসিক অবসাদ দূর করে। হলুদের বায়োঅ্যাক্টিভ উপাদান মস্তিষ্কের কার্যক্রিয়া বাড়াতে প্রয়োজনীয় চর্বি ডিএইচএ সরবারহে সাহায্য করে। এর অ্যান্টিঅঙ্েিডন্ট জারণের চাপ কমাতে সাহায্য করে।

ম্যাগনেসিয়াম: মস্তিষ্কের জন্য ম্যাগনেসিয়াম খুব ভালো উপাদান। এটা মূল স্নায়ুর কার্যক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্ক থেকে শরীরে সংকেত দেয় ও কার্যক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। দ্বিতীয়ত, এটা মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং জ্ঞানীয় কাজ ও প্রয়োজনীয় তথ্য সরবারহে সহায়তা করে। শুনে অবাক হবেন যে, ম্যাগনেসিয়ামের নিরাপদ পরিমাণ হল ৪০০ থেকে ৪২০ মি.গ্রা. যা ‘ফ্লাইট অর ফাইট’ প্রতিক্রিয়ার সঙ্গে লড়াই করতে শরীরকে সহায়তা করে।


এই বিভাগের আরো খবর