বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলে নাইজার রাজ্যে গত শনিবার একটি বাসের সাথে পেট্রোল ট্যাঙ্কারের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। রোববার দেশটির সড়ক নিরাপত্তা কর্মকর্তা ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার সুকওয়ান জানান, রাজধানী মিন্না থেকে ৮০ কিলোমিটার দূরে কুসোবোগি গ্রামের বাইরে আরেকটি বাসকে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাসটি পেট্রোল ট্যাঙ্কারের সাথে ধাক্কা খায়। সুকওয়ান বলেন, ‘মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ নাইজেরিয়ায় পর্যাপ্ত সড়ক রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে। এর মূল কারণ দ্রুতগতিতে গাড়ি চালানো ও ট্রাফিক নিয়ম অমান্য করা। গত সপ্তাহে উত্তরাঞ্চলের কানো শহরে পণ্যবাহী ও যাত্রীবাহী একটি ট্রাক উল্টে ২৩ জন নিহত হন।
সূত্র : আরব নিউজ