সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : উত্তর পেরুর একটি ব্যস্ত শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসে কমপক্ষে তিনজন নিহত এবং প্রায় ৭৪ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন। পেরুর রাজধানী লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছাদ ধসের সময় শপিং মলের ফুড কোর্টে কয়েক ডজন পরিবার ছিল। আমেরিকা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দমকল বিভাগের কমান্ডার গেলকুই গোমেজ বলেছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আগে ২০ জন আহত হওয়ার কথা বলেছিল। তবে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মরিলো বলেন, আহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন শিশু রয়েছেন। মরিলো আরপিপি রেডিওকে জানিয়েছেন আহত ১১ জনের অবস্থা গুরুতর। রাজধানী লিমা থেকে প্রায় ৫শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম শহর ট্রুজিলোর রিয়েল প্লাজা শপিং কমপ্লেঙ্ েএই ধসের ঘটনা ঘটে। শতাধিক দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন।


এই বিভাগের আরো খবর