সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিলিপিন শহরে মশা ধরতে নগদ পুরস্কার ঘোষণা

প্রতিনিধি: / ৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : ফিলিপাইনের সর্বাধিক জনবহুল শহরগুলোর একটিতে কর্তৃপক্ষ ডেঙ্গুর বিস্তার রোধে মশা ধরার জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। ম্যানিলার কেন্দ্রীয় এলাকা বারাঙ্গে অ্যাডিশন হিলসের প্রধান কার্লিতো সার্নাল জানিয়েছেন, প্রতি পাঁচটি মশার জন্য এক পেসো (দুই মার্কিন সেন্টেরও কম) পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও সার্নাল এটিকে জনস্বাস্থ্যের জন্য জরুরি পদক্ষেপ বলে মনে করছেন। মশাবাহিত রোগ ডেঙ্গুর সামপ্রতিক ঊর্ধ্বগতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিটি অন্তত এক মাস চালু থাকবে। ওই এলাকায় ডেঙ্গুতে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর এটি চালু করা হয়েছে। সার্নাল জানিয়েছেন, বাউন্টি (পুরস্কার) শুধু মশার জন্যই নয়, বরং তাদের লার্ভার জন্যও প্রযোজ্য হবে—সেগুলো জীবিত বা মৃত যা-ই হোক না কেন। জীবিত মশাগুলোকে আলট্রাভায়োলেট (ইউভি) আলো ব্যবহার করে ধ্বংস করা হবে। এ পর্যন্ত ২১ জন পুরস্কারের জন্য আবেদন করেছেন এবং ৭০০টি মশা ও লার্ভা জমা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে গত মঙ্গলবার ঘোষণা আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যঙ্গ শুরু হয়। একজন লিখেছেন, ‘এবার মশা চাষ শুরু হবে!’ আরেকজন কৌতুক করে বলেছেন, ‘একটা মশার যদি শুধু এক ডানা থাকে, তাহলে কি সেটি অযোগ্য বলে গণ্য হবে?’ ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিওএইচ) জানিয়েছে, স্থানীয় সরকার প্রধানদের ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা প্রশংসনীয়। তবে মশা ধরার জন্য নগদ পুরস্কার দেওয়ার কার্যকারিতা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব যেন তারা স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বা তাদের এলাকার ডিওএইচ আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে পরামর্শ করেন, যাতে কার্যকর ও প্রমাণিত পদ্ধতি অনুসরণ করা যায়।’ সমপ্রতি সংক্রমণ বৃদ্ধির সময় এলাকায় ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে উল্লেখ করে সার্নাল জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বিষয়টি জানেন। তবে তার মতে, ‘এটি আমাদের এলাকার অন্যতম বৃহৎ ও ঘনবসতিপূর্ণ এলাকা। আমাদের স্থানীয় সরকারের সহায়তায় কিছু না কিছু করতেই হবে।’ বারাঙ্গে অ্যাডিশন হিলস এলাকায় প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করে, যা মেট্রো ম্যানিলার কেন্দ্রে মাত্র ১৬২ হেক্টর জায়গার মধ্যে অবস্থিত। সার্নাল বলেছেন, বাউন্টির উদ্দেশ্য হলো বিদ্যমান পদক্ষেপগুলোর পরিপূরক হিসেবে কাজ করা। এর মধ্যে রয়েছে—রাস্তা পরিষ্কার রাখা এবং যেসব স্থানে ডেঙ্গুবাহিত মশা ডিম পাড়ে, সেসব জায়গায় পানির স্তূপ জমতে না দেওয়া। ডেঙ্গু দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদ্যমান। সাধারণত যেসব শহরে অপর্যাপ্ত স্যানিটেশনব্যবস্থা রয়েছে, সেখানে এর প্রকোপ বেশি দেখা যায়। গুরুতর ক্ষেত্রে ডেঙ্গু শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটাতে পারে, যা মৃত্যুর কারণ হতে পারে। এর উপসর্গের মধ্যে মাথা ব্যথা, বমি বমি ভাব, গাঁট ও মাংসপেশির ব্যথা অন্তর্ভুক্ত। সামপ্রতিক সময়ে মৌসুমি বৃষ্টির কারণে ফিলিপাইনজুড়ে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিওএইচ জানিয়েছে, ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ২৩৪টি ডেঙ্গু সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। জনগণকে তাদের চারপাশ পরিষ্কার রাখা, মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য উৎস ধ্বংস করা, লম্বা হাতা ও প্যান্ট পরা এবং মশা প্রতিরোধক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ডেঙ্গুর পাশাপাশি মৌসুমি বৃষ্টিপাতের কারণে ফিলিপাইনে ইনফ্লুয়েঞ্জাসহ অন্যান্য রোগেরও বৃদ্ধি ঘটেছে। এ ছাড়া বন্যার পানিতে হাঁটার ফলে ছড়ানো ইঁদুরবাহিত লেপটোস্পাইরোসিস রোগের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর