সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কবি হাসান গালিব দুই দিনের রিমান্ডে

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কবি সোহেল হাসান গালিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশের কোতোয়ালি জোনাল টিমের উপ-পরিদর্শক হুমায়ন কবীর কবি সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করেন। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রেববার তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন। আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, সোহেল হাসান গালিব নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি ‘তৌহিদি জনতা’ শিরোনামে একটি কবিতা পোস্ট করেন। যেখানে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। পরবর্তীতে আরও জানা যায়, মো. সোহেল হাসান গালিবের লেখা ‘আমার খুতবা গুলি’ নামে একটি বই উজান প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ওই বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কবিতা ছাপা হয়েছে। তার লেখা বই শাহবাগ থানাধীন চলমান অমর একুশে বইমেলায় উজান প্রকাশনীর ৬২৩ ৬২৪ নং স্টলে বিক্রি করা হচ্ছে। প্রিয় নবিজীর নামে প্রথমে ফেসবুক আইডিতে মানহানিকর পোস্ট ও পরবর্তীতে প্রকাশিত বইয়ে এ রূপ কবিতা থাকায় বাংলাদেশের বিপুল পরিমাণ মুসলিম জনগোষ্টীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে, যা বই মেলাসহ দেশে যেকোনও স্থানে দাঙ্গা হওয়ার উপক্রম হয়। আসামির ফেসবুক আইডির বিষয়ে বিপুল সংখ্যক লোক রিপোর্ট করায় এটি ডিঅ্যাকটিভেইট হয়। গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে কবি সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করা হয়।


এই বিভাগের আরো খবর