সর্বশেষ :
ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউরোপকে ‘ন্যাটোতে আরো বৃহত্তর ভূমিকা নিতে হবে’ : স্টারমার

প্রতিনিধি: / ৯৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গত শনিবার বলেছেন, ইউরোপকে ‘ন্যাটোতে আরো বৃহত্তর ভূমিকা নিতে হবে’ এবং ‘ইউক্রেনের ভবিষ্যত সুরক্ষিত করতে’ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে হবে। লন্ডন থেকে এএফপি জানায়, সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের প্রত্যাশিত এক সমাবেশের আগে তিনি এ মন্তব্য করেছেন। যদিও ফ্রান্স এখনো বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। বিষয়টির সাথে সংশ্লিষ্ট একজন ব্রিটিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, সম্মেলনটিতে স্টারমার যোগ দেবেন। ব্রিটেনের নেতা এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটি এমন একটি মুহূর্ত যেখানে আমরা আজকের বিশ্বের বাস্তবতা এবং রাশিয়ার কাছ থেকে আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তা জড়িত।’ ‘এটা স্পষ্ট যে ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং রাশিয়ার কাছ থেকে আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তা মোকাবেলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার সময় ইউরোপকে ন্যাটোতে আরও বৃহত্তর ভূমিকা নিতে হবে।’ স্টারমার খুব শিগগির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে, তিনি আরো বলেন, যুক্তরাজ্য ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসাথে রাখার জন্য কাজ করবে।’ তিনি বলেন, ‘আমরা যে বহিরাগত শত্রুর মুখোমুখি হচ্ছি, তা থেকে মনোযোগ সরিয়ে নিতে জোটের কোনো বিভাজনকে আমরা অনুমোদন করতে পারি না।’ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের এক সতর্ক বার্তার পর স্টারমারের এ মন্তব্য আসে। হেগসেথ শুক্রবার সতর্ক করেন ইউরোপকে তার প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করতে হবে। কারণ, তারা এটা ধরে নিতে পারে না যে এ মহাদেশে আমেরিকান সৈন্যদের উপস্থিতি ‘চিরকাল স্থায়ী’ থাকবে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো আলোচনায় ইউরোপীয় নেতারা জোর করে টেবিলে বসার জন্য তৎপর হওয়ার এই সময়ে তারা এই পদক্ষেপ নিচ্ছে। এই সপ্তাহে ট্রাম্প যখন ঘোষণা করেন যে তিনি শিগগির রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করে সঙ্ঘাতের অবসান ঘটাতে আলোচনা শুরু করবেন। এতে করে স্থিতাবস্থা পরিবর্তন ঘটে। কারণ, এর ফলে ইউরোপে মার্কিন মিত্ররা ইউক্রেনসংক্রান্ত যেকোনো চুক্তিতে তাদের স্বার্থকে উপেক্ষা করার আশঙ্কা করেন। চলমান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এই বিষয় প্রাধান্য পেয়েছে। ঊর্ধ্বতন ইউরোপীয় কর্মকর্তারা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ন্যাটো প্রধান মার্ক রুট এবং মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্মেলনে উপস্থিত ছিলেন। রুট বলেন, প্যারিসে পরিকল্পিত বৈঠকে প্রতিরক্ষা ব্যয় এবং পরিকল্পনার উপর আলোকপাত করা হবে, যাতে ‘ইউক্রেনে একটি চুক্তি হলে আমরা সম্পূর্ণ স্পষ্টতা পাই যে ইউরোপ কী অবদান রাখতে পারে।’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয়ের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘সম্ভাব্য অনানুষ্ঠানিক বৈঠক নিয়ে আলোচনা চলছে’। সূত্র : এএফপি/বাসস


এই বিভাগের আরো খবর