সর্বশেষ :
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে তাইওয়ানে নিহত কমপক্ষে ৫

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : তাইওয়ানে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার তাইওয়ানের কেন্দ্রীয় শহর তাইচুং-এর একটি ডিপার্টমেন্টাল স্টোরে এ ঘটনা ঘটে। লিবার্টি টাইমস জানিয়েছে, মলের ফুড কোর্টে গ্যাস ট্যাংক প্রতিস্থাপনের সময় সন্দেহভাজন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। তাইওয়ানের গণমাধ্যম জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের কেন্দ্রীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাইচুং শহরের জিতুন এলাকায় অবস্থিত শিন কং মিতসুকোশি মলের ১২ তলায় সকাল ১১টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। অনলাইনে প্রচারিত ছবিতে দেখা যায়, ভবনের সম্মুখ ভাগের জানালা ভেঙে পড়েছে। তাইচুংয়ের মেয়র লু শিও-ইয়েন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘ফুড কোর্ট সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।’ সেখানে নির্মাণ কাজ চলছিল বলে দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে। ভবনের কাজের কারণে ১২ তলার ফুড কোর্টটি তখন বন্ধ ছিল, বলে জানিয়েছে সংস্থাটি।মেয়র লু শিও-ইয়েন আরো বলেন, ‘উদ্ধার অভিযান চলছে, ভবনের বিকল লিফটে লোকজন আটকা পড়ার খবর পাওয়া গেছে।’ তাইচুং ফায়ার ব্যুরো জানিয়েছে যে তারা সকাল ১১টা ৩৩ মিনিটে বিস্ফোরণের খবর পেয়েছে। এরপর অগ্নিনির্বাপক কর্মী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন। তাইচুং শহরের স্থানীয় সরকার গ্যাস বিস্ফোরণের বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের জন্য সক্রিয় রয়েছে।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস।


এই বিভাগের আরো খবর