এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক এসিজি’র অধিপরামর্শ সভা অনুষ্ঠিত। (১২ ফেব্রুয়ারি)
দুপুরে বাগেরহাট এর অ্যাক্টিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি)’র আয়োজনে অনুষ্ঠিতসভায় সভাপতিত্ব করেন বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মুখোপাধ্যায়। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শেখ
বশির আহমেদ এর সঞ্চালনায়বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভায় বক্তব্য রাখেন এসিজি সমন্বয়কারী আলিমুন হক
মুন্না।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য প্রদান করেন বেমরতা ইউনিয়ন মাধ্যমিকবিদ্যালয়ের সহাকরি শিক্ষক মো: ফজলুর রহমান, মৃন্ময় কান্তি সাহা, সুদেবকুমার ঘোষ, রেখা মজুমদার, নাসরিন সুলতানা, সরোজিৎ কুমার মিস্ত্রি, মো:জুয়েল শেখ, মো: আলতাফ হুসাইন, এসিজি সদস্য সুজয় কুমার ঘোষাল, রতœা মিত্র,
পিয়াল হাসান, ইলা দত্ত, রামিমনুর ইসলাম, মো: কাইফ খান প্রমুখ।
অধিপরামর্শ সভায় অত্র বিদ্যালয়ের বিভিন্ন দিক মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।