আন্তর্জাতিক ডেস্ক: ২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। আর এর পেছনে এক বানরকে দায়ী করেছেন জ্বালানি মন্ত্রী কুমারা জয়কোদি। দেশটির বিদ্যুৎ গ্রিডের একটি সাব-স্টেশনে বানর ঢ়ুকে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য কলম্বোর দক্ষিণে একটি সাব-স্টেশনে এক বানরের অনুপ্রবেশকে দায়ী করা হয়েছে। দেশটিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু হচ্ছে। এক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে চিকিৎসা অবকাঠামো এবং পানি বিশুদ্ধকরণ প্লান্ট। এর আগে গত রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটিতে ব্ল্যাকআউট শুরু হয়, যার ফলে অনেকেই জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হন। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে কর্তৃপক্ষের সমালোচনায় মুখর শ্রীলঙ্কানরা। জ্বালানিমন্ত্রী কুমারা জয়কোদি বলেছেন, একটি বানর আমাদের গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে এসেছে, যার ফলে সিস্টেমে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। এ মন্তব্যের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন মন্ত্রী।
https://www.kaabait.com