শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইল একমাসে ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলতি বছরের জানুয়ারিতে অন্তত সাতজন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে  সোমবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত মাসে (জানুয়ারি) গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে হত্যা করেছে। তারা হলেন-ওমর আল-দিরাউই, সাইদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালামিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিশাম আবু আল-রুস। পিজেএস আরও জানিয়েছে, ইসরাইলি বাহিনী জানুয়ারি মাসে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকে হত্যা করেছে এবং ছয়জনের ঘরবাড়ি ধ্বংস করেছে। গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ইসরাইলের ‘গুরুতর’ ও ‘অব্যাহত’ হামলার নিন্দাও জানিয়েছে পিজেএস। গাজায় ইসরাইলি আগ্রাসন গণমাধ্যমকর্মীদের জন্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সংঘাতগুলোর মধ্যে একটি। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় ২০০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক সাংবাদিককে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর