শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অজিরা ১৪ বছর পর শ্রীলংকার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেলো

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

দিমুথ করুনারত্নের বিদায়ী ম্যাচ জিতে ১৪ বছর পর শ্রীলংকার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়া ৯ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ২৪২ রানে জিতেছিলো অসিরা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো অস্ট্রেলিয়া। শ্রীলংকার মাটিতে এর আগে সর্বশেষ ২০১১ সালে টেস্ট সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২১১ রান করে শ্রীলংকা। এমন অবস্থায় ২ উইকেট হাতে নিয়ে ৫৪ রানে এগিয়ে ছিলো লঙ্কানরা। চতুর্থ দিন বাকী ২ উইকেটে মাত্র ২০ রান যোগ করে ২৩১ রানে অলআউট হয় শ্রীলংকা। ফলে জয়ের জন্য ৭৫ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। ৪৮ রান নিয়ে দিন শুরু করে ৫০ রানে থেমে যান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু কুনেমান ও নাথান লিঁও ৪টি করে উইকেট নেন। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ৫টি ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২শ ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন স্টিভেন স্মিথ। এতে ভেঙ্গে গিয়েছে রিকি পন্টিংয়ের ১৯৬ ক্যাচের রেকর্ড। ৭৫ রানের টার্গেটে খেলতে নেমে ট্রাভিস হেডকে হারিয়ে ১৮তম ওভারের চতুর্থ বলে জয়ের বন্দরে পৌঁছে অস্ট্রেলিয়া। হেড ২০ রানে আউট হন। উসমান থাজা ২৭ ও মার্নাস লাবুশেন ২৬ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শততম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শ্রীলংকার করুনারত্নে। বিদায়ী টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩৬ ও ১৪ রান করেছেন তিনি। সব মিলিয়ে ১শ টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরিতে ৭ হাজার ২২২ রানে ক্যারিয়ার শেষ করলেন এই বাঁ-হাতি ব্যাটার। প্রথম ইনিংসে ১৫৬ রানের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেঙ্ ক্যারি। দুই টেস্টে ২৭২ রান করায় সিরিজ সেরা পুরস্কার জিতেছেন স্মিথ। এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের (২০২৩-২৫) লিগ পর্বের খেলা শেষ হলো। এখন বাকি শুধু ফাইনাল। আগামী ১১ জুন লর্ডসে অনুষ্ঠেয় ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই প্রথমবারের মত চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা।

 


এই বিভাগের আরো খবর