বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিবাসীবাহীদের নৌকাডুবিতে নিকারাগুয়ায় শিশুসহ নিহত ৫

প্রতিনিধি: / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, ১৭ জন অভিবাসী বহনকারী একটি নৌকা দেশটির উপকূলীয় এলাকায় ডুবে গেছে। ফলে, দুই শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিকারাগুয়ার সান জোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো জানান, অভিবাসী বহনকারী নৌযানটি আগের দিন ভারত, ইরান, মিশর এবং ভিয়েতনামের অভিবাসীদের নিয়ে কলম্বিয়ার দ্বীপ সান আন্দ্রেস থেকে ছেড়েছিল। মুরিলো স্থানীয় গণমাধ্যমকে টেলিফোনে জানান, নিকারাগুয়া ক্যারিবিয়ান উপকূলের কর্ন দ্বীপপুঞ্জের কাছে নৌকাটি ডুবে গেছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে মিশরের দুই শিশু রয়েছে। আটজন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে এবং তিনজন নাবালক এবং একজন প্রাপ্তবয়স্ক নিখোঁজ রয়েছে। দক্ষিণ থেকে মধ্য আমেরিকায় ড্যারিয়েন জঙ্গলের মধ্য দিয়ে বিপজ্জনক স্থলপথ পারাপারের বিকল্প হিসেবে কিছু মার্কিন অভিবাসীরা সান আন্দ্রেস এবং নিকারাগুয়ার মধ্যবর্তী সমুদ্রপথ ব্যবহার করেন।


এই বিভাগের আরো খবর