বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাঁচাবাজারে ভয়াবহ হামলা,সুদানে নিহত ৫৬

প্রতিনিধি: / ১৬২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : উত্তর আফ্রিকার দেশ সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি সবজি বাজারে ভয়াবহ হামলা ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সুদানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত শনিবারের এই হামলায় আহত হয়েছেন আরও ১৫৮ জন। এই হামলার জন্য সুদানে সক্রিয় প্যারামিলিটারি দল র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করা হচ্ছে। দেশটির কালচার অ্যান্ড গভর্মেন্টের মুখপাত্র খালিদ আল-আইসেইর এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এই হামলার কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলে জানান তিনি। এক বিবৃতিতে খালিদ বলেছেন, এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওমদুরমানের পশ্চিমাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে। আর্টিলারি শেল দিয়ে এই হামলা হয়েছে। অঞ্চলটি আরএসএফের নিয়ন্ত্রণে আছে। বার্তাসংস্থা এএফপিকে এক বাসিন্দা বলেছেন, বিভিন্ন রাস্তা থেকে আরএসএফ গোলাবর্ষণ শুরু করে। এ ছাড়া রকেট দিয়েও হামলা চালানো হয়েছে। গোলার কামান সবজি বাজারের ভেতরে এসে পড়েছে। এ কারণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।


এই বিভাগের আরো খবর