আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসার কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। হামলায় ঐতিহাসিক ভবনগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে একটি ‘ইচ্ছাকৃত হামলা’ হিসেবে বর্ণনা করেছেন এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন,হামলার সময় ঐতিহাসিক এলাকায় নরওয়েজিয়ান কূটনীতিকরাও অবস্থান করছিলেন। প্রতিদিনের ভিডিও ভাষণে তিনি আরও বলেন, ‘এটি সরাসরি শহরের ওপর হামলা, সাধারণ বেসামরিক ভবনগুলোর ওপর হামলা।’ ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিপার ও ওডেসার মেয়র হেন্নাদি ট্রুখানভ অনলাইনে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ১৯শ শতকের শেষের দিকে নির্মিত বিলাসবহুল ব্রিস্টল হোটেল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হোটেলের বিপরীতে অবস্থিত ওডেসা ফিলহারমনিক কনসার্ট হল গুরুতর ক্ষতির শিকার হয়েছে, এর বহু জানালা ভেঙে পড়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঐতিহাসিক ওডেসা অপেরা হাউসের কাছাকাছি রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। ঐ অঞ্চলের বেশ কয়েকটি জাদুঘরও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর কিপার বলেন, তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা রাশিয়ার পরিচিত সামরিক কৌশল-একই লক্ষ্যবস্তুর ওপর একাধিকবার আঘাত হানা। তিনি আরও বলেন, এবার কংক্রিট ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বেসামরিক হোটেলটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।