আন্তর্জাতিক ডেস্ক: হামাস গতকাল দু’জন ইসরাইলি জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে। মুক্ত দু’জন জিম্মি হচ্ছেন-ইসরাইলের ইয়ার্দেন বিবাস এবং ফরাসি-ইসরাইলি নাগরিক অফার কালদেরন। তাদের গাজার দক্ষিণে খান ইউনিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বিরতির অংশ হিসেবে এটা চতুর্থ বন্দী বিনিময়ের ঘটনা।