বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিরাপত্তা বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

কুমিল্লায় তৌহিদুল ইসলাম নামে এক যুবকের নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের পর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন পুলিশপ্রধান আইজি যেকোনও ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানান। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের একটি মূল মিশন, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় কিছু অধিকারকর্মী রয়েছেন। সরকার দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। এসব কমিশনের অধিকাংশই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করার প্রয়াসে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ করবে। পুলিশপ্রধান এসব সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।


এই বিভাগের আরো খবর