সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা খালেক কাজী আর নেই

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফের চাচা শ্বশুর বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত বিডিআর, বিমানবাহিনীর সদস্য আব্দুল খালেক কাজী (৮৪) বুধবার ভোর ৫টায় নিজ বাসবভনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, মোরেলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বারইখালী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক কাজী বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন বুধবার দুপুর ২টায় বারইখালী কালাচাঁদ আওলিয়া মাজার প্রাঙ্গনে এ বীর মুক্তিযোদ্ধার জানাজা শেষে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে সহ অনেক আত্মীয়সহ গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কাজীকে আনুষ্ঠানিক রাস্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান  করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা।
এ সময় উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, সাবেক কাউন্সিলর জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, ছাত্র শিবির নেতা মো. শফিউল আজমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর