শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আকস্মিক বন্যা, ফ্রান্সে রেড অ্যালার্ট জারি

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বিদেশ : ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ফ্রান্সের পশ্চিমাঞ্চলে। ফলে গত সোমবার দেশটিতে রেড অ্যালার্ট জারি করেছে ফ্রান্সের আবহাওয়া দপ্তর। এএফপির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে ফ্রান্স-২৪। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফ্রান্স। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পানিতে তলিয়ে গেছে দেশটির রেনেস ভুইচেনসহ বেশ কয়েকটি শহর। ভয়াবহ এক ঝড়ের পর কয়েক দশকের মধ্যে এমন বন্যা আর দেখা যায়নি। ‘হারমিনিয়া’ নামের নিম্নচাপের কারণে বিশেষ করে ইলে-এট-ভিলেন বিভাগে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া পরিষেবা মেটিও ফ্রান্স সতর্ক করেছে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আরো আটটি ফরাসি বিভাগ বন্যা, আকস্মিক বন্যা বা ফরাসি আল্পসের ক্ষেত্রে তুষারধসের জন্য কমলা আবহাওয়া সতর্কতা জারি করেছে।রেনেসের মেয়র নাথালি অ্যাপেরে রবিবার রাতে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছি। বুধবারের আগে পানির স্তর কমতে শুরু করবে না।’ শহরের সেন্ট-মার্টিন খালের কাছে রাস্তায় বসবাসকারী প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং শহরের জিমগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত করেছে। পানির তোড়ের কারণে হাউসবোটগুলো খাল থেকে রাস্তায় পার্ক করা গাড়ির সমানে এসে পড়েছে। গত সোমবার ব্রিটানির পশ্চিমাঞ্চলীয় অঞ্চল ফিনিস্টেরে কমলা রঙের আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এর আগে, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যে আঘাত হানা ঝড় ইওইনের পরে পশ্চিম ফ্রান্সে তীব্র প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি করে হারমিনিয়া। ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে এর প্রভাব আরো তীব্র হয়ে উঠেছে। কর্তৃপক্ষ এই অঞ্চলজুড়ে রাস্তায় যান চলাচলে এবং রেল পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে সতর্ক করেছে। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন ঝড়কে আরো তীব্র করে তুলছে। সূত্র : ফ্রান্স২৪


এই বিভাগের আরো খবর