শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মীয় অনুষ্ঠানে ভেঙে পড়লো মঞ্চ, ভারতে নিহত ৬

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বিদেশ : ভারতের উত্তরপ্রদেশের বাগপাতে ধর্মীয় এক অনুষ্ঠানে বাঁশের মঞ্চ ভেঙে পড়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বাগপাতের বারাউতে গতকাল মঙ্গলবার জৈন সমপ্রদায়ের ‘লাড্ডু মহোৎসব’ এর অনুষ্ঠান চলছিল। সেখানে শত শত ভক্ত মন্দিরে পৌঁছেছিলেন লাড্ডু দেওয়ার জন্য। ভক্তদের জন্য একটি বাঁশের মঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু মানুষের ভারে মাচাটি ভেঙে পড়ে। এতে ছয়জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। বাগপাত পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, দ্রুত পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তবে গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল বলেছেন, অনুষ্ঠানের সময় কাঠের মঞ্চটি ভেঙে পড়ে। এতে অন্তত ৪০ জন আহত হয়। ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িও পাঠানো হয়েছে, বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ভক্তদের পক্ষ থেকে রাকেশ জৈন বলেছেন, জৈন দেবতা আদিনাথের নির্বাণ উপলক্ষে প্রতি বছর উৎসবের সময় মঞ্চটি তৈরি করা হয়। তিনি যোগ করেন, পুরোহিতরা লাড্ডু দিতে গিয়েছিলেন এবং মঞ্চটি ভেঙে পড়ে, সেখানে শত শত ভক্ত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন। তিনি কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ।


এই বিভাগের আরো খবর