শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্ট্রেলিয়া চীনা চ্যাটবট ডিপসিক ব্যবহারে সতর্ক করল

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বিদেশ : সমপ্রতি বহুল আলোচনার জন্ম দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) চ্যাটবট ডিপসিক। তবে চীনের নতুন এই প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া।  মঙ্গলবার দেশটির শিল্প ও বিজ্ঞানমন্ত্রী এড হিউজিক ডিপসিক ব্যবহারকারীদের গোপনীয়তার রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই সফটওয়্যারটি ডাউনলোড করার আগে ভালোভাবে চিন্তা করার জন্য আহ্বান করব। এএফপির খবর। চীনা কোম্পানি ডিপসিকের এআই চালিত চ্যাটবট অ্যাপটি গত সপ্তাহে যাত্রা শুরু করে আকস্মিক জনপ্রিয়তা লাভ করেছে। অল্প সময়ের মধ্যেই অ্যাপলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে শীর্ষে উঠে এসেছে। মার্কিন এআই কোম্পানিগুলোর তুলনায় এর উল্লেখযোগ্য কম ব্যয় হওয়ায় শেয়ারবাজারে আলোড়ন সৃষ্টি করেছে। ডিপসিক দাবি করেছে, তাদের এআই মডেল মার্কিন শীর্ষ মডেল যেমন চ্যাটজিপিটির সমকক্ষ। তবে ব্যয়ের দিক থেকে অনেক সাশ্রয়ী। গবেষকরা জানিয়েছেন, এই মডেল তৈরি করতে মাত্র ছয় মিলিয়ন ডলার খরচ হয়েছে, যা মার্কিন এআই কোম্পানিগুলোর বিলিয়ন ডলারের ব্যয়ের তুলনায় অনেক কম। এড হিউজিক বলেন, ‘আমি এটার ব্যাপারে খুব সতর্ক থাকব। এই ধরনের অ্যাপে গুণমান, ভোক্তাদের পছন্দ, তথ্য ও গোপনীয়তার বিষয়গুলো খুব যত্নের সঙ্গে মূল্যায়ন করতে হয়।’ অস্ট্রেলিয়ার বিজ্ঞানমন্ত্রী হিউজিক বলেন, ব্যবহারকারীদের গোপনীয়তা ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে চীনা কোম্পানিগুলো কখনো কখনো পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের থেকে ভিন্ন। চীন খুব ভালো ও কার্যকরী পণ্য তৈরিতে পারদর্শী। তবে তাদের কোম্পানিগুলো শুধু নিজ দেশের তথ্য ও গোপনীয়তা রক্ষার পদ্ধতির সঙ্গে অভ্যস্ত। হিউজিক বলেন, ‘যখন আপনি এটিকে বাজারে উন্মুক্ত করবেন, তখন প্রশ্ন উঠে—ব্যবহারকারীদের তথ্য ও গোপনীয়তা রক্ষার প্রত্যাশা পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? আমি সরাসরি বলতে চাই, এ বিষয়ে আপনাদেরও সতর্ক থাকা দরকার।’ এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়া জাতীয় নিরাপত্তারর্ক থেকে নিষিদ্ধ করেছিল। উদ্বেগ প্রকাশ করে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়েকে তাদের ৫জি নেটওয়া


এই বিভাগের আরো খবর