শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ভারতে নিহত ৮

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বিদেশ : মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এক অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ৮ জন নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে নাগপুরের কাছে অবস্থিত এই কারখানায় বিস্ফোরণটি ঘটে, যার তীব্রতা এতটাই বেশি ছিল যে ৫ কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা গেছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নীরবতা পালন করার আহŸান জানান। তিনি বলেন, “ভান্ডারার অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ৮ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” জেলা কালেক্টর সঞ্জয় কোল্টের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে কারখানার এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে ভবনের ছাদ ধসে পড়ে এবং একাধিক শ্রমিক ভেতরে আটকা পড়েন। উদ্ধারকাজে দ্রæত দমকল ও চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ধ্বংসাবশেষ সরিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করেন। একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দূর থেকে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর কারখানা থেকে ঘন ধোঁয়া উড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাগপুর থেকে বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন ও শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।


এই বিভাগের আরো খবর