সর্বশেষ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিলিপাইন ভূমিকম্পে কেঁপে উঠলো

প্রতিনিধি: / ২১৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বিদেশ : ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময়  বৃহস্পতিবার ভূমিকম্পটি আঘাত হেনেছে। এতে বেশ কিছু বাড়ি-ঘর এমন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, সাউদার্ন লেইতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার (১৬ মাইল)। শহরের উদ্ধারকর্মী রোঙ্ানে স্যান্ডোভাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, সেখানে ভূমিকম্প থেকে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একাধিক ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যান্ডোভাল বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং এটি এক মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। তিনি বলেন, আমি ভেবেছিলাম এটা শুধু একটা শক্তিশালী বাতাম ছিল। কিন্তু আমি অনুভব করলাম যে মাটি কেঁপে উঠছে। ঘটনাস্থলে একটি টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্যান্ডোভাল। বিভিন্ন স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর এবং রাস্তা-ঘাটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ওই টিমের সদস্যরা। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।


এই বিভাগের আরো খবর