 
						বিদেশ : তুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড ইস্যুতে ১১ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে বুধবার তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী ইলমাজ তুংক। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্-এ তিনি জানিয়েছেন, আটককৃতদের মধ্যে রয়েছেন বোলু প্রদেশের একজন ডেপুটি মেয়র, নগর দমকল অধিদফতরের প্রধান এবং রিসোর্টের মালিক ও ব্যবস্থাপক। কার্তালকায়া স্কি রিসোর্টের গ্র্যান্ড কার্তাল হোটেলে ওই আগুনের সূত্রপাত হয়। ১২ তলাবিশিষ্ট হোটেল ভবনে ২৩৮ জন অতিথি ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে খাবারের দোকানের কাছ থেকে আগুন পুরো ভবনকে গ্রাস করে নেয়। সেদিনের ঘটনার কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, আগুন লাগার পর কোনও সতর্ক সংকেত শুনতে পাননি তারা। অন্ধকারের মধ্যেই ধোঁয়াচ্ছন্ন করিডোর ধরে তারা কোনোও রকম বাইরে আসতে পেরেছিলেন। প্রথমে ওই অগ্নিকাণ্ডে ৭৬ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর গত বুধবার সন্ধ্যায় বোলু প্রসিকিউটরের কার্যালয় থেকে ৭৯ জনের প্রাণহানির কথা জানানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মৃতদের মধ্যে অন্তত ২০ জনই ছিল শিশু। আগুনে মারা যাওয়া ব্যক্তিদের জন্য বুধবার একাধিক স্থানে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। বুধবারে দেশব্যাপী জাতীয় শোক ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান।