শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর এক আয়োজনে বক্তব্য দেওয়ার সময় করা অঙ্গভঙ্গি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গত সোমবার দুপুরে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর ইলন মাস্ক এ বিতর্কের সৃষ্টি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটনে আয়োজিত ওই অভিষেক অনুষ্ঠানে এঙ্, স্পেসএঙ্ ও টেসলার প্রধান নির্বাহী মাস্ক যখন মঞ্চে ওঠেন, তখন তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। একপর্যায়ে তিনি এক বিশেষ অঙ্গভঙ্গি করেন। ইলন মাস্ক ডান হাত বুকের বাম পাশে রাখেন, তারপর সেই হাত ওপরে ছুড়ে দেন। তিনি পরপর দুইবার এই ভঙ্গি করেন। দর্শকদের অনেকেই ওই ভঙ্গিকে ‘নাৎসি’ বা ‘ফ্যাসিবাদী’ স্যালুট হিসেবে বর্ণনা করেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।


এই বিভাগের আরো খবর