বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র  ও কম্বল বিতরণ

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মাদ্রাসার  শিক্ষার্থী ও দুঃস্থদের  মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
শনিবার (১৮ জানুয়ারী) সকালে পুনাকের আয়োজনে সদর উপজেলার ফতেপুর শিমুলতলা জামিয়া মাদানিয়া এমদাদিয়া মাদ্রাসার  শিক্ষার্থী ও দুঃস্থদের  মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয়।
মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায় এই প্রতিশ্রæতি নিয়ে পুনাক দীর্ঘদিন ধরেই নানামুখী নিত্য নতুন কার্যক্রম করে চলেছে। ব্যতিক্রম হয়নি এবারো। পুনাকের আয়োজন ছিল একই কিন্তু বদলেছে গ্রাহক।
অনুষ্ঠানে পুলিশ সুপার তৌহিদুল আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় পুনাক এর সভানেত্রী মিসেস শোভা আরিফ, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, মাদ্রাসার সভাপতি মোঃ জবেদ আলীসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, পুনাক সারা বছর বিভিন্ন সময়ে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান করে আসছে।
এবারই প্রথম মাদ্রাসার শিক্ষার্থীদের পুনাকের এ সহায়তা কার্যক্রমে
অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে প্রধান অতিথি মাদ্রাসার শিক্ষার্থী, দুঃস্থ ও অসহায় শীতার্থদের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন। অনুষ্ঠানে ২ শতাধিক শীতবস্ত্র ও কম্বল প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর