বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, মোরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি  সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপি এই মেলার স্টলগুলো পরিদর্শন করেন বিভিন্ন কর্মকর্তাসহ অন্যান্যরা। মেলায় অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর বেগম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার (আইসিটি) আলমগীর কবীর সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর