সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনের দুই উ. কোরীয় সেনাকে প্রথমবারের মতো জীবিত আটকের দাবি

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বিদেশ : রাশিয়ার কুরস্ক অঞ্চলে দুই উত্তর কোরীয় সেনাকে আটক করার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শরৎকালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ক্রেমলিনের হয়ে মাঠের নামার পর শনিবার প্রথমবারের মতো কোনও উত্তর কোরীয় সেনাকে জীবিত হেফাজতে নেওয়ার তথ্য দিলো ইউক্রেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ প্রকাশিত এক পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, আটক সেনাদের কিয়েভে স্থানান্তর করা হয়েছে। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ তাদের জিজ্ঞাসাবাদের দায়িত্ব নিয়েছে। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের মতে, গত অক্টোবরে উত্তর কোরীয় সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে তাদের সংখ্যা ১০ হাজার ছিল বলে ধারণা করা হয়। এছাড়া পিয়ংইয়ং মস্কোকে বিপুল পরিমাণ গোলাবারুদ সরবরাহ করছে বলেও দাবি করে আসছে তারা। আটক সেনাদের সঙ্গে কথা বলার জন্য সাংবাদিকদের সুযোগ দেওয়া হবে জানিয়ে জেলেনস্কি বলেছেন, যুদ্ধবন্দিদের জন্য নির্ধারিত আইন মোতাবেক স্বাস্থ্য সুবিধা পাচ্ছেন ওই দুই ব্যক্তি। কুরস্কে উত্তর কোরীয় সেনার উপস্থিতির কথা স্বীকার না করলেও কখনও অস্বীকারও করেনি ক্রেমলিন। এছাড়া জেলেনস্কির সর্বশেষ দাবি নিয়েও তাদের দিক থেকে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। এর আগেও উত্তর কোরীয় সেনাদের যুদ্ধের ময়দান থেকে আটক করার কথা জানিয়েছে ইউক্রেন। তবে মারাত্মক আহত সেনারা আটকের কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করে। আটককৃতরা ইংরেজি, রুশ বা ইউক্রেনীয় ভাষা না জানায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য কিয়েভে নেওয়া হয়েছে বলে দাবি করেছে এসবিইউ। সেখানে দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা এনআইএস সদস্যরা তাদেরকে কোরীয় ভাষায় জিজ্ঞাসাবাদ পর্ব সম্পন্ন করবেন। এসবিইউ আরও জানিয়েছে, আটক এক সেনার কাছে অন্য ব্যক্তির নামে রেজিস্টার করা রুশ সামরিক পরিচয়পত্র ছিল। আরেক সেনার কাছে কোনও পরিচয় পত্রই ছিল না। যুদ্ধের পরিকল্পনা বা পরিচালনায় জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর