বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমৃত্যু হাসিনাকে ভারতে থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

ভারতের সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার শনিবার রাতে ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, আমি বিশ্বাস করি, আমরা সবাই একমত হব যে, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে। যত দিন তিনি থাকতে চান, এমনকি তা সারা জীবন হলেও, আমাদের তাঁকে অতিথি হিসেবে রাখা উচিত।

মণি শংকর আইয়ার বলেন, হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্য হলেও, অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্ট।

কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মণি শংকর আইয়ার বলেন, এই আলোচনা অব্যাহত রাখা দরকার এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

আইয়ার বলেন, তিনি বলেন, গত মাসে (ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, যা খুবই ইতিবাচক।

প্রসঙ্গত, ছাত্র-জনতার বিশাল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ৭৭ বছর বয়সী হাসিনা গত ৫ আগস্ট ভারতে চলে যান।


এই বিভাগের আরো খবর