বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে সাবেক প্রধানন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-আলোচনা সভা

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আশরাফ ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি শেখ আব্দুল আলীম খোকন, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মতিউর রহমান বাচ্চু, মো. আবজাল হোসেন জোমাদ্দার, এফ.এম শামীম আহসান ফকির, ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আসাদুজ্জামান মিলনসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মির সমন্বয়ে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর