বিদেশ : কম্বোডিয়ার জাতীয় পরিষদের প্রাক্তন এক সদস্যকে থাইল্যান্ডে গুলি করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ফরাসি স্ত্রীর সঙ্গে কম্বোডিয়ার সিম রিপ থেকে একটি বাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছানোর পরপরই তাকে হত্যা করা হয়। বর্তমানে নির্বাসিত বিরোধী দল কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি (সিএনআরপি) থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন লিম কিমিয়া। সিএনআরপি এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দলটি বলেছে, কামপং থম প্রদেশের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা লিম কিমিয়ার ওপর নৃশংস ও অমানবিক গুলিবর্ষণের খবরে আমরা মর্মাহত ও গভীরভাবে ব্যথিত। বিরোধী বেশিরভাগ রাজনীতিবিদ নির্বাসিত হলেও কম্বোডিয়া ও ফরাসী দ্বৈত নাগরিক সাবেক এই বিরোধী দলীয় সংসদ সদস্য ক্ষমতাসীন স্বৈরশাসক হুন সেনের হুমকি সত্তে¡ও নিজ দেশে বসবাস করে আসছিলেন। একসময়ের ব্যাপক জনপ্রিয় সিএনআরপি দলটি কম্বোডিয়ায় তাদের কার্যক্রম চালাতে পারে না। ২০১৭ সালে দেশটির সুপ্রিম কোর্ট দলের সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। দলটি এখন অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে কম্বোডিয়ান প্রবাসী স¤প্রদায়ের মধ্যে বিদ্যমান। এদিকে, থাইল্যান্ডের মেট্রোপলিটন পুলিশ ব্যুরো মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বন্দুকধারীকে খুঁজছে। মানবাধিকার গোষ্ঠীগুলো থাইল্যান্ডের কর্তৃপক্ষকে দ্রæত ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহŸান জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেছেন, ঠান্ডা মাথার এই হত্যাকাÐ ক্যাম্বোডিয়ার রাজনৈতিক কর্মীদের একটি বার্তা দিয়েছে, কেউই নিরাপদ নয়, এমনকি যদি তারা কম্বোডিয়া ছেড়ে চলেও যায়।