বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘দাবি আদায়ে রাজপথ দখল, এটা সমাধান নয়’,ডিএমপি কমিশনার

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বুধবার সকালে রাজধানীর বোট ক্লাবে ক্রাবের বার্ষিক সাধারণ সভায় বললেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। সম্প্রতি সময়ে বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করেন। তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব।  বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। দাবি আদায়ে রাজপথ দখল এটা সমাধান নয়।

দাবি-দাওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার আহ্বান জানান এ কমিশনার।

ডিএনপি কমিশনার বলেন, ৫ আগস্টের পরে পুলিশবাহিনীর সদস্যরা কিছুটা নিষ্ক্রিয় ছিলেন, তবে সেসব থেকে উৎরে আসার চেষ্টা চলছে।

তিনি আরও যোগ করে বলেন, বিগত ১৫ বছরে পুলিশ যে আচরণ করেছে, সেখান থেকে বের হতে চাই আমরা। পাশাপাশি একইসাথে ৪০ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়, তাদের প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, দেশব্যাপী সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ছিনতাই বেড়েছে সেটি রোধে কাজ করছে পুলিশ।


এই বিভাগের আরো খবর