সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঠোঁট মরিচ ঘষলেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার!

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ফ্যাশন ট্রেন্ডে এখন পুরু, সুগঠিত ঠোঁটের রমরমা। যদিও কসমেটিক সার্জারি না করে অনেকে বিভিন্ন উপায় কাজে লাগান। আবার অনেকেই নানান টিপস বা হ্যাক ব্যবহার করে সাময়িক ঠোঁট মোটাকরণের কাজ করছেন। এরই মধ্যে মরিচ ঘষে ঠোঁট মোটা করার প্রক্রিয়া দেখিয়ে আলোচনায় এসেছেন এক ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েনসার; যা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কও! সমপ্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, ঠোঁট প্লাম্পার হিসেবে ব্যাবহার করা হচ্ছে কাঁচা মরিচ। সেই নারী ফ্যাশন ইনফ্লুয়েনসার হাতে একটি কাঁচা মরিচ নেন। তারপর সেটি নিজের ঠোঁটে ঘষেন। এরপর তৎক্ষণাৎ ঠোঁটে তার প্রভাব পড়তে শুরু করে, ঠোঁট ফুলে যায়। এ সময় তিনি দাবি করেন, কাঁচা মরিচ লাগালে তাৎক্ষণিকভাবে ঠোঁট আকর্ষণীয় দেখায়। বলা বাহুল্য, সেই ভিডিওটি কয়েকদিনে ২১ মিলিয়নেরও বেশি সময় দেখা হয়েছে। তবে ঠোঁট মোটাকরণের এই পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনরা সরাসরি এটিকে বিপজ্জনক বলে মনে করছেন। যদিও কয়েকজন আবার এটিকে হাস্যকর হিসাবে দেখেছেন। কিন্তু বিশেষজ্ঞ এবং ব্যবহারকারীরা এটিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকও বলেছেন। চিকিৎসক ও চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, কাঁচা মরিচে থাকা ক্যাপসাইসিন ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে। যা ঠোঁটে লাগালে জ্বালা, ফোলা ও অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। ভাইরাল হওয়ার দৌড়ে, সেই ইনফ্লুয়েনসার যে ঝুঁকিপূর্ণ পদ্ধতির প্রচার করছেন, এমনও দাবি করেন নেটিজেনরা।


এই বিভাগের আরো খবর