বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দামেস্ক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু আগামী মঙ্গলবার

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

বিদেশ : সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে আগামী মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত মাসে সশস্ত্র বিদ্রোহী যোদ্ধাদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গত ৮ ডিসেম্বর দামাস্কাসে বিদ্রোহীদের অগ্রাভিযানের মুখে আসাদপন্থি বাহিনী বিমানবন্দর ত্যাগ করলে ফ্লাইট কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে গত শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, আগামি মঙ্গলবার থেকে বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট গ্রহণ ও পরিচালনা শুরু করবে। সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল-সালিবি বলেন, আমরা আরব ও আন্তর্জাতিক এয়ারলাইন্সকে আশ্বস্থ করতে চাই যে, দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। এসব বিমানবন্দর এখন বিশ্বের সব প্রান্ত থেকে ফ্লাইট গ্রহণের জন্য প্রস্তুত। আল জাজিরার হাশিম আহেলবাররা দামেস্ক থেকে জানিয়েছেন, এ ঘোষণা সিরিয়ার জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক ইঙ্গিত বহন করে। তিনি বলেন, নতুন প্রশাসন গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে। বিশেষত কাতারের সঙ্গে আলোচনা চলছে বিমানবন্দর পুনর্বাসন নিয়ে, যাতে এটি আন্তর্জাতিক নিরাপত্তা মানদÐ উন্নীত হতে পারে। তিনি আরও বলেন, তারা বার্তা দিতে চায় যে, সিরিয়ায় জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এছাড়া প্রবাসে থাকা লাখো সিরীয় নাগরিককে দেশে ফেরার সুযোগ দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো যে নতুন প্রশাসন দেশ পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এরই মধ্যে আন্তর্জাতিক ত্রাণবাহী প্লে­ন এবং বিদেশি কূটনৈতিক প্রতিনিধিরা সিরিয়ায় আসতে শুরু করেছেন। গত ১৮ ডিসেম্বর দেশীয় ফ্লাইটও পুনরায় চালু হয়। সেদিন দামেস্ক থেকে আলেপ্পোর উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যায়। সিরিয়ান এয়ারলাইনস জানিয়েছে, মঙ্গলবার থেকে দামেস্ক থেকে দুবাইয়ের উদ্দেশে ফ্লাইট চালু হবে। এদিকে, কাতার এয়ারওয়েজও প্রায় ১৩ বছর পর দামেস্কে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, মঙ্গলবার থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।


এই বিভাগের আরো খবর