সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার অভিনয় জগতে পদার্পন করবেন ভাইরাল রাজু দা

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

কলকাতার রাস্তার খাবারের দোকানগুলির জনপ্রিয়তা বেড়েছে বেশ কিছু বছরে। আর সেই তালিকায় অন্যতম নাম রাজু দা এবং তার বিখ্যাত পকেট পরোটা। রাজু দার দোকান ও তার জীবনের কাহিনি এখন সবার কাছে পরিচিত। স¤প্রতি তিনি জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন। যা নিয়ে মানুষের মধ্যেও কৌতূহল তৈরি করেছে। ভাইরাল রাজু দা তার ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে জানান, তিনি এবার নতুন এক অবতারে ধরা দেবেন। ভিডিওতে তিনি বলেন, ‘আজকে আমি কোথাও ইনভাইটেড আছি, সেটা হলো একটি ওয়েব সিরিজের জন্য। খুব তাড়াতাড়ি হইচইতে এটা দেখতে পারবেন।’ যদিও তিনি স্পষ্ট করেননি, ওয়েব সিরিজটি কী? আর তার গল্পই বা কী? কবে থেকে প্রচারে আসবে? তবে একটি কথা নিশ্চিত, রাজু দা সেখানে খালি হাতে যাচ্ছেন না। সঙ্গে নিচ্ছেন তার জনপ্রিয় পরোটা এবং আনলিমিটেড তরকারি। তিনি বলেন, ‘পরোটা আর তরকারি নিয়ে যাচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অ্যাপেল পেঁয়াজ এবং সেদ্ধ ডিমও থাকবে।’ এই ভিডিও দেখে তা র ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, অনেক ভালবাসা রইল।’ অন্য একজন বলেছেন, ‘দাদা, আপনার জন্য বলছি, আপনি একজন সাদা সিধে মানুষ। ফুড বøগারদের প্রচারের বদলে ব্যবসা বাড়ানোর দিকে মন দিন।’ রাজু দা শিয়ালদহ চত্বরে ও শিশির মার্কেটে পরোটা বিক্রি করেন। তিনি ২০ টাকায় তিনটি পরোটা এবং আনলিমিটেড তরকারি দেন, যার জন্য লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ। এবার সেই জনপ্রিয়তা যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট।


এই বিভাগের আরো খবর