বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি ট্যাংক-হেলিকপ্টারে হামাসের হামলা

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

বিদেশ : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। শনিবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও হেলিকপ্টারে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। হামাসের মিলিটারি উইং কাসেম ব্রিগেডস দাবি করেছে, গাজায় তারা চারটি ইসরায়েলি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে। এ ছাড়া জাবালিয়া অঞ্চলে আরেকটি ট্যাংককে হামলা চালিয়েছে। হামাসের যোদ্ধারা আরও দাবি করেছে যে তারা ইসরায়লের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এদিকে মেডিকেল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলছে, ভোর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজার উত্তরে নিহত হয়েছে ১৪ জন। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ক্ষমতায় যাওয়ার আগে যেন জিম্মিদের ছেড়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে উল্লেখযোগ্য কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আশা করা হচ্ছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি হবে। তবে এনিয়েও উল্লেখযোগ্য কোনো খবর এখন পর্যন্ত আসেনি।


এই বিভাগের আরো খবর