সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এ বছরই লিভারপুলে সালাহর শেষ বছর

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস: মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ বিশ্বাস করেন লিভারপুলের সাথে শেষ বছরে তিনি অবশ্যই বিশেষ কিছু করে দেখাতে পারবেন। ৩২ বছর বয়সী সালাহর সাথে এ মৌসুমের পরেই লিভারপুলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন সালাহ। আর্নে ¯øটের অধীনে লিভারপুল ৬ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানেও অবস্থান করছে। মিশরীয় এই ফরোয়ার্ড ইতোমধ্যেই এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে ১৭ গোল করা ছাড়াও ১৩টি এ্যাসিস্ট করেছেন। রোববার ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সফরে যাবে লিভারপুল। বিভিন্ন গণমাধ্যম দাবি জানিয়েছে সালাহ লিভারপুলের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের সাথে ৫-০ গোলের জয়ের ম্যাচটিতে সালাহ নিজে জানিয়েছেন এখনো বিষয়টির কোন নিষ্পত্তি হয়নি। ২০২০ সালে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিভারপুল লিগ শিরোপা জয় করেছিল, যার গর্বিত সদস্য ছিলেন সালাহ। যদিও করোনা মহামারির কারণে এ্যানফিল্ডে দর্শকবিহীন স্টেডিয়ামে লিভারপুলকে ট্রফি গ্রহণ করতে হয়েছিল। সমর্থকদের ছাড়া শিরোপা উদযাপনে মোটেই খুশি হয়নি লিভারপুল। শুক্রবার স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাতকারে সালাহ বলেছেন, ‘এটাই আমার এই ক্লাবে শেষ বছর। সে কারণে এবার বিশেষ কিছু করে দেখাতে চাই। দীর্ঘ ৩০ বছর আমরা শিরোপার অপেক্ষায় ছিলাম। করোনা মহামারীর কারণে সেভাবে শিরোপা উদযাপন করতে পারিনি। উদযাপনের পথটা সঠিক ছিল না। এবার আশা করছি সবকিছু ঠিকভাবে করতে পারবো।’ শুধুমাত্র সালাহ নয়, লিভারপুলের সাথে চুক্তি শেষের তালিকায় আরো রয়েছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ইংলিশ রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড। এরা প্রত্যেকেই আগামী মৌসুমে বিদেশী কোন ক্লাবের সাথে আলোচনার জন্য উন্মুক্ত হয়েছেন। এই তিনজন মিলে লিভারপুলকে ইংলিশ লিগ ও ইউরোপীয়ান ফুটবলের শিরোপা জয়ে সহযোগিতা করেছেন। আগের ম্যানেজার জার্গেন ক্লপের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জয় করেছেন সালাহ, ফন ডাইক ও আলেক্সান্দার-আর্নল্ড। এর মধ্যে তারা শুধুমাত্র লিগ কাপ জয় করেছেন একাধিকবার।


এই বিভাগের আরো খবর