সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কে আরিয়ানের এই নতুন প্রেমিকা?

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

কখনো নাম জড়িয়েছে মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে, আবার কখনো তারকাকন্যা অনন্যা পান্ডের সঙ্গে। বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে আতশ কাচের তলায়। তবে এবার বলিপাড়ার কেউ নন, ব্রাজিলের এক মডেল ও অভিনেত্রীকে নাকি মন দিয়েছেন শাহরুখপুত্র। অনেক দিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়। মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই চর্চিত প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান খান। মুম্বাই শহরের এক নৈশ পার্টিতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল। সেখানেই আসেন মডেল লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাকে ক্যামেরাবন্দি করেন ফটোসাংবাদিকরা। এ মুহূর্তে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি তারা। বর্ষবরণের পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। তার ওপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে বেরোন আরিয়ান। মাথা নিচু করে বেরোচ্ছিলেন শাহরুখপুত্র। পা পড়ছে বেতালে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, আকণ্ঠ মদপান করে রয়েছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি। একটু এদিক থেকে ওদিক হলে পড়ে যেতে পারেন তিনি। তবে সেদিকে লক্ষ্য ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘেœ গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। আরিয়ানের পেছন পেছন বেরোন তার মদ্যপ বন্ধুরা। তারাও তাল মিলিয়ে ডান পা-বাঁ পা ফেলতে পারেননি কেউ, ভিডিওতে তেমনই দেখা গেছে। উল্লেখ্য, লারিসাকে দেখা গেছে ‘গো গোয়া গন’, ‘ঠিক্কা’ নামের ছবিতে। অন্যদিকে আরিয়ানও তার কাজ নিয়ে ব্যস্ত। তবে শাহরুখপুত্র ক্যামেরার পেছনেই থাকতে চান। ওটিটি প্ল্যাটফর্মে তার পরিচালিত ছবি খুব শিগগির মুক্তি পাবে। ছবির প্রযোজক গৌরী খান।


এই বিভাগের আরো খবর